Skip to main content

Posts

Featured

জওহার মুসায়ভিচ দুদায়েভ। চেচনিয়ার সবচেয়ে আলোচিত নাম। তিনি সোভিয়েত সামরিক বাহিনীর সাবেক চার তারকা পদমর্যাদার জেনারেল। দুদায়েভ ১৫ ফেব্রুয়ারী ১৯৪৪ সালে একটি সম্ভ্রান্ত চেচনীয়ান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চেচেন উদ্বাস্তু হিসেবে তার জীবনের প্রথম ১৩ বছর কাটে সোভিয়েত ইউনিয়নভুক্ত আরেকটি অঞ্চল কাজাখস্তানে। তিনি একটি সান্ধ্যকালীন স্কুলে তার পড়াশোনা শুরু করেন৷ জওহার দুদায়েভ পরবর্তীতে তাম্ভব হাইয়ার মিলিটারি এভিয়েশন স্কুলে পাইলট ট্রেইনি হিসেবে যোগদান করেন ৷ ১৯৬৬ সনে তিনি গ্র ‍ ্যাজুয়েশন সম্পন্ন করে সোভিয়েত বিমান বাহিনীতে তার কর্মজীবন শুরু করেন। প্রখর মেধাবী এই চেচেন তার কর্মদক্ষতা দিয়ে দ্রুত পদোন্নতি লাভ করেন । তিনিই একমাত্র চেচেন মুসলিম যিনি সোভিয়েত রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল পদমর্যাদাভুক্ত । তিনি সোভিয়েত বিমান বাহিনীর Strategic Bombing Unite, Soviet Long Range Aviation, Nuclear Armed Strategic Bomber Unite, 36 Heavy Bomber Aviation সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের কমান্ডিং অফিসার দায়িত্ব পালন করেন । আফগানিস্তানের সাথে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ যুদ্ধে

Latest posts