জওহার মুসায়ভিচ দুদায়েভ।
চেচনিয়ার সবচেয়ে আলোচিত নাম। তিনি সোভিয়েত সামরিক বাহিনীর সাবেক চার তারকা পদমর্যাদার জেনারেল। দুদায়েভ ১৫ ফেব্রুয়ারী ১৯৪৪ সালে একটি সম্ভ্রান্ত চেচনীয়ান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চেচেন উদ্বাস্তু হিসেবে তার জীবনের প্রথম ১৩ বছর কাটে সোভিয়েত ইউনিয়নভুক্ত আরেকটি অঞ্চল কাজাখস্তানে। তিনি একটি সান্ধ্যকালীন স্কুলে তার পড়াশোনা শুরু করেন৷ জওহার দুদায়েভ পরবর্তীতে তাম্ভব হাইয়ার মিলিটারি এভিয়েশন স্কুলে পাইলট ট্রেইনি হিসেবে যোগদান করেন ৷ ১৯৬৬ সনে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে সোভিয়েত বিমান বাহিনীতে তার কর্মজীবন শুরু করেন। প্রখর মেধাবী এই চেচেন তার কর্মদক্ষতা দিয়ে দ্রুত পদোন্নতি লাভ করেন ।
তিনিই একমাত্র চেচেন মুসলিম যিনি সোভিয়েত রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল পদমর্যাদাভুক্ত ।
তিনি সোভিয়েত বিমান বাহিনীর Strategic Bombing Unite,
Soviet Long Range Aviation,
Nuclear Armed Strategic Bomber Unite,
36 Heavy Bomber Aviation সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের কমান্ডিং অফিসার দায়িত্ব পালন করেন ।
আফগানিস্তানের সাথে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ যুদ্ধে বীরত্বের জন্য তাকে গুরুত্বপূর্ণ সামরিক পদক Order of Red Star এবং Order of Red Banner প্রদান করা হয়৷
অবশ্য এসময় তার মুসলিম জাতি পরিচয় নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক ও নিন্দার সৃষ্টি হয়৷
১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে তিনি চেচেন মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র Chechen Republic of Ichkarya গঠনে মনোনিবেশ করেন।
তিনি প্রথম রাষ্ট্রপতি ও চেচনিয়া - রাশিয়ার রাজনৈতিক ইস্যুর প্রধান কেন্দ্রীয় চরিত্রে পরিনত হন।
জওহার দুদায়েভ চেচনিয়ার স্বাধীনতা ঘোষণা করেন এবং রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হন। রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা KGB তাকে কালো তালিকাভুক্ত করে এবং প্রধান টার্গেটে ঘোষণা করে।
১৯৯৬ সালের ২১শে এপ্রিল স্যাটেলাইট টেলিফোনে কথা বলার সময়ে রাশিয়ার গোয়েন্দা সংস্থা তার অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। ভাগ্যের নির্মমতায় যেই বিমান বাহিনীতে তিনি ২৮ বছর কাজ করে গেছেন সেই বিমান বাহিনীর দুটি বোমারু বিমান SU- 24MR ও SU 25 এর বিমান হামলায় গ্রজনী শহরের অদূরে ৫২ বছর বয়সে তিনি নিহন হন।
এই চেচেন টাইগারকে তুরস্ক, ইউক্রেন, পোল্যান্ড সহ বিভিন্ন দেশে সম্মানের সাথে স্মরণ করে এবং তার নামে বিভিন্ন স্থাপনার নামকরন করা হয়

Comments

Popular Posts